নিউ জার্সিতে ইমামের খুনীকে ধরতে পুরস্কার ঘোষণা
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউজার্সির নিউয়ার্কে স্থানীয় সময় বুধবার ভোর ৬টার দিকে মসজিদের বা্ইরে মোহাম্মদ ইমাম হাসান শরীফ নামের এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে দুপুর আড়াইটার দিকে হাসপাতালে মৃত্যু হয় ওই মসজিদের ইমামের।
এ ঘটনা কারা কেন ঘটিয়েছে, স্থানীয় পুলিশ কিংবা নিউ জার্সি গভর্নর অফিস কিছুই জানাতে পারে নি। হামাস-ইসরাইল সংঘাতের কারণে মুসলিম-ইহুদি বিদ্বেষ এতে কাজ করেছে, এমনটাও মানতে নারাজ কর্তৃপক্ষ।
এ অবস্থায় পুলিশ বলছে, খুনীকে খুঁজে বের করার সব ধরনের চেষ্টা চালাচ্ছেন তারা। তথ্য বা সন্ধানদাতাকে ২৫ হাজার ডলার দেয়ার ঘোষণা দেয়া পুলিশের পক্ষ থেকে।
নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবে ১৮ বছর ধরে কাজ করে আসছিল হাসান শরীফ নামের ওই ব্যক্তি।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More