Main Menu

প্রবাসী কর্মীদের পার্টটাইম কাজের অনুমতি দিল কুয়েত

নিউজ ডেস্ক:
কুয়েতে বসবাসরত বেসরকারি খাতের কর্মীদের পার্টটাইম কাজের অনুমতি দিয়েছে দেশটির সরকার। যা কার্যকর হবে জানুয়ারি থেকে। তবে এই সুবিধা ঠিক কারা পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তবে প্রবাসীরা এই সুুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ মূল নিয়োগকর্তার অনুমোদন নিয়ে তৃতীয় পক্ষের সঙ্গে খণ্ডকালীন চাকরির অনুমতি দিয়ে এই সিদ্ধান্ত জারি করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী কর্মীরা সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করতে পারবেন। যদি তারা মূল নিয়োগকর্তার কাছ থেকে একটি খণ্ডকালীন কাজের অনুমতি পান। তবে এটি শুধুমাত্র বেসরকারি খাতে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কুয়েতের মধ্যে বিদ্যমান কর্মশক্তিকে ব্যবহার করতে, জনসংখ্যাগত ভারসাম্যহীনতা মোকাবিলায় এবং বর্তমান শ্রমবাজারের চাহিদা পূরণে বেসরকারি চাকরিজীবীদের পার্ট টাইম কাজের অনুমোদন দেয়ার উদ্যোগ নেয় সরকার।

উল্লেখ্য, এতদিন কুয়েতে পার্টটাইম কাজ শ্রম আইনের লঙ্ঘন বলে গণ্য হতো। করোনার পর থেকে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতিনিয়ত আটক হচ্ছেন প্রবাসীরা। একদিন আগেও গ্রেপ্তার হয়েছেন ৫৭৫ জন প্রবাসী।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *