Main Menu

শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে লন্ডনে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে পূর্বলন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর ) বিকেলে পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী উমরপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শফিকুর রহমান চৌধুরী এমন এক রাজনীতিবিদ যিনি এমপি থাকা অবস্থান পরপর দুইবার দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার এ ত্যাগের কারণে গত ১০টি বছর বিশ্বনাথ-ওসমানীনগরে আওয়ামী লীগের দলীয় এমপি ছিল না। যার কারণে এ আসনটি দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। বক্তারা এলাকার উন্নয়নে শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করার আহ্ববান জানান সিলেটবাসীর কাছে।

প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব কাউন্সিলর উসমান গনির সভাপতিত্বে, বদরুজ্জামান চৌধুরী ও শাহ মোস্তাফিজুর রহমান বেলালের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক কাউন্সিলর স্পিকার আহবাব হোসেন, কেবিনেট মেম্বার কাউন্সিলর ইকবাল হোসেন, নর্থ হ্যামটন আওয়ামী লীগের সভাপতি এম এ রউফ, ময়নুর রহমান বাবুল, মানিক খান, মাহমুদ আলী, আনোয়ার মিয়া, আনা মিয়া, হিফজুর রহমান, মাসুক মিয়া, হারুনুর রশীদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী হেলাল, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুবনেতা জামাল আহমেদ খান, আব্দুল বাছির।

সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক সাজিদুর রহমান, এসকেএম আশরাফুল হুদা, মুহাম্মদ সালেহ আহমেদ, আব্দুল হামিদ, আজাদ আলী চৌধুরী, আনছার মিয়া, সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, মো. ওয়াহিদ মিয়া, মামুন কামাল চৌধুরী, বদরুদুজ্জামান চৌধুরী, হারুনুর রশীদ, আব্দুর রহিম বাবুল, নজমুল ইসলাম, সোহেল আহমেদ, মো:আরিফুল ইসলাম, শামসুল ইসলাম, মো. শাহ জাহান, কাজী জাফর, কামরুল ইসলাম রাসেল, মো. খালিছ আহমেদ, মাহফুজুর রহমান, মো. শাহেন মিয়া, লিমন মিয়া, জাকির আহমেদ, জাবের আহমদ ও ফজলু মিয়াসহ অনেকেই।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *