কাজ না পেয়ে থানায় অভিযোগ দিতে গিয়ে আটক ১৭১ বাংলাদেশি
নিউজ ডেস্ক:
সম্প্রতি বৈধভাবে মালয়েশিয়ায় গিয়েছিলেন কয়েকশ বাংলাদেশি কর্মী। তবে প্রত্যাশা অনুযায়ী কাজ পাচ্ছিলেন না তারা। তাই থানায় যাচ্ছিলেন অভিযোগ জানাতে। তবে তার আগেই তাদের আটক করেছে দেশটির পুলিশ।
গত ২০ ডিসেম্বর জহুর রাজ্যের কোতা তিঙ্গি জেলার বায়ুদামাই থানায় যাওয়ার পথে তাদের আটক করে পুলিশ।
এসব কর্মী গত তিনমাস ধরে প্রত্যাশা অনুযায়ী কাজ না মেলার পাশাপাশি থাকা-খাওয়ার সমস্যাসহ নানা দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে অভিযোগ জানাতে দলবেঁধে তারা থানার দিকে যাচ্ছিলেন। তবে তাদের দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) কোতা তিঙ্গির পুলিশ কর্মকর্তা হুসেন জামোরা হাওয়া বলেন, এসব বাংলাদেশিকে বৈধভাবে আনা হয়েছিল। তাদের বিষয়ে আরও তদন্তের জন্য জহুর রাজ্যের সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More