মালদ্বীপে পালিত হচ্ছে ‘অভিবাসী সেবা সপ্তাহ

নিউজ ডেস্ক:
প্রবাসীদের স্বার্থ রক্ষায় মালদ্বীপে পালিত হচ্ছে ‘অভিবাসী সেবা সপ্তাহ’। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এ সেবা সপ্তাহ আয়োজন করেছে রেডক্রিসেন্ট ও বাংলাদেশ হাইকমিশন।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এ সেবা সপ্তাহ আয়োজন করেছে রেডক্রিসেন্ট ও বাংলাদেশ হাইকমিশন।
এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) থেকে শুরু হবে সেবা সপ্তাহ। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান ও অভিবাসন বিষয়ক প্রবাসীদের বিভিন্ন সেবার মধ্যদিয়ে এ সেবা সপ্তাহ পালিত হবে।
গত ১৮ ডিসেম্বর ছিল আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিবছর জাতিসংঘের সদস্য দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে।
‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে গত শুক্রবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রাজধানী মালের পার্শ্ববর্তী হুলহুমালে রাহগান্ডুর উন্মুক্ত মাঠে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
এসময় আগত প্রবাসী বাংলাদেশিদের মাঝে পাসপোর্ট বিতরণ, ই-পাসপোর্ট, কল্যাণ বোর্ডের মেম্বারশীপ ও সর্বজনীন পেনশন কর্মসূচির বিবিন্ন সুবিধা তুলে ধরা হয়।
অভিবাসন বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানসহ উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের সাথে প্রশ্নোত্তর পর্বে তাৎক্ষণিক অনেক সমস্যার সমাধান ও পরামর্শ দেন হাইকমিশনের কর্মকর্তারা। পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের আহ্বান জানান কর্মকর্তারা।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More