দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় জাহাঙ্গীর আলম রাসেল (৩২) নামে প্রবাসী বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।
নিহত রাসেল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছেলে।
বুধবার (২০ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে হকিস্ট্রিট শহরে তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহতের বড় ভাই চাটখিল খোয়াজের ভিটি ফাফিল মাদরাসার ইংরেজি প্রভাষক আলমগীর হোসাইন জানান, বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সময় রাত সাড়ে ১০টার দিকে হকিস্ট্রিট শহরে তার ভাই রাসেল এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায়। খাবার শেষে তার দোকানে ফেরার পথে আফ্রিকান সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সেখানে অবস্থানরত এলাকার লোকজনের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।
তিনি আরও বলেন, রাসেল এক যুগ ধরে আফ্রিকায় রয়েছেন। সে দেড় বছর পূর্বে দেশে এসে বিয়ে করেছিলেন। তার ৯ মাস বয়সী রাইসা আক্তার নামে এক কন্যা সন্তান রয়েছে।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান বলেন, নিহতের পরিবার এ বিষয়ে তাদের অবহিত করেনি। খোঁজ খবর নিয়ে সার্বিক সহযোহিতা করা হবে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More