Main Menu

স্পেনে বৃহত্তর ফরিদপুরবাসীর আলোচনা সভা

নিউজ ডেস্ক:
স্পেনে বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর রাতে মাদ্রিদের লাভাপিয়েছ স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনে আলোচনা সভায় বৃহত্তর ফরিদপুরের বিপুল প্রবাসী উপস্থিত ছিলেন |

সভায় সংগঠনের আহ্বায়ক হেমায়েত খানের সভাপতিত্বে এবং সংগঠনের সদস্য সচিব ইউনুছ আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট কমিউনিটি নেতা এমদাদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতির সদ্য সাবেক সভাপতি নজরুল ইসলাম রানা।
আরো বক্তব্য রাখেন শাখাওয়াত হুসেন বাবলু, জসিম উদ্দিন ব্যাপারী, আক্তার হোসেন, আব্দুল কাদের ঢালী, আব্দুল আওয়াল খান, মিজান হাওলাদার, হেদায়েত হোসাইন আকাশ, মাসুম শেখ।

শুরুতে কোরআন তিলাওয়াত করেন দীন মোহাম্মদ। প্রধান অতিথির বক্তৃতায় এমদাদ হাওলাদার বলেন,
কমিউনিটির উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য হওয়া উচিত জনকল্যাণ, পদ-পদবীর জন্য নিজেদের মধ্যে বিশৃঙ্খলা না করার আহ্বান জানান তিনি।

প্রবাসে মনে রাখতে হবে, প্রথমে নিজের এবং আপনার পরিবারের মানোন্নয়ন এবং পরে সামাজিক সংগঠনের সম্পৃক্ত থাকার অনুরোধ জানান।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *