Main Menu

কাতারে অগ্নিকাণ্ডে ৪ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক:
কাতারের ফিরোজ আবদুল আজিজ এলাকায় মোটরসাইকেলের দোকানের অগ্নিকাণ্ডে চার বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অগ্নিকাণ্ডের ওই ঘটনায় নিহত ছয়জনের মধ্যে বাকি দুইজন পাকিস্তানি নাগরিক। নিহত বাংলাদেশিরা হচ্ছেন মীর হোসেন ফরহাদ, মাহফুজুর রহমান, জাফরুল ইসলাম লিটন ও মো: কাদের।

জানা যায়, মীর হোসেন ফরহাদ দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়ন এর সিলোনিয়া সোনাপুর গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে। আর নিহত মাহফুজ ফেনী পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের দিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির বাসিন্দা। অপরজন জাফরুল ইসলাম লিটনের বাড়ি নোয়াখালীর সেবার হাটে এবং মোঃ কাদের এর বাড়ি চাঁদপুর।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার(৫ অক্টোবর)রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দোকানের কর্মচারী গাড়ির পার্টস ঝালাই করার সময় পেট্রোলের সংস্পর্শে আগুন লাগে।এসময় ডিউটিরত অবস্থায় দোকানের মালিক মামুন দোকানে থাকলেও সে প্রাণে বেঁচে ফিরলেও বাকিরা দোকান থেকে বের হতে না পারায় দোকানেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়।

এদিকে, ৪ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটি ও কাতার প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *