সিলেটে ২ দিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৩১টি স্কুলের প্রায় সাড়ে ছয়শত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় নগরীর নয়াসড়কস্থ কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।
আয়োজকরা জানান, হরতাল অবরোধের জন্য আমরা একটু সঙ্কায় ছিলাম শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে। কিন্তু সকল শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত।
বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকবৃন্দ।
প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
জানা যায়, এক জেলার পেপার দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোনো ধরণের অসচ্চতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার অর্জন করবে বৃত্তি পরীক্ষা একই প্রশ্নে একযোগে সারাদেশে শুরু হবে এবং শেষ হবে।
বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে।
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় প্রতিনিধি মো. রবিন। এছাড়াও সিলেটে বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সহ সভাপতি মো. ইস্রাফিল, সহ সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. মুহিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক সাজিদুর রহমান মুরাদ, অর্থ সম্পাদক কপির উদ্দিন, ধর্ম সম্পাদক আব্দুর রহমান, সদস্য নাজমা বেগম, আনহার মিয়া সহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More