‘ডা. স্বপ্নীল এর নেতৃত্বে জালালাবাদ লিভার ট্রাস্ট মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে কাজ করছে’
নিউজ ডেস্ক:
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার দায়িত্ব আমাদের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ দিক নির্দেশনায় বাংলাদেশে অগ্রগতির জোয়ার বইছে। সেই ধারাবাহিকতায় ডা. স্বপ্নীল এর নেতৃত্বে জালালাবাদ লিভার ট্রাস্ট মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। জালালাবাদ লিভার ট্রাস্টের কল্যাণে বৃহত্তর সিলেট তথা দেশের অসংখ্য মানুষ আজ ফ্রি চিকিৎসা সেবা ও সহমর্মিতা পাচ্ছে। আমাদের প্রত্যেকেরই উচিৎ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মানবসেবায় আত্মনিয়োগ করা।
এমপি নেছার আহমদ গত ৪ নভেম্বর শনিবার সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভার হল রুমে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্টের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা সভাপতি নির্মল কান্তি দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল শাহীনে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান, সিলেট নগরীর ছড়ারপার এলাকার সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. স্বপ্নীল বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবায় ব্যাপক উন্নতি হয়েছে। দেশের মানুষের খাদ্য ও চিকিৎসা পাচ্ছেন। উন্নত দেশের দিকে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।
জেল হত্যা দিবসে ৪ জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে স্মরণ করে, তাদের আত্মার মাগফেরাত কামনায় ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের একদল তরুণ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামীণ জনপদের অবহেলিত অসহায় ও অসচ্ছল রোগীরা স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। ক্যাম্পে আগতদের প্রায় ৪ শতাধিক রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং ওষুধ বিতরণ করা হয়।
Related News
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More