Main Menu

মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশিসহ ১০৬ অবৈধ অভিবাসী আটক

নিউজ ডেস্ক:

রাজধানী কুয়ালালামপুর পাইকারি বাজারে অভিযান চালিয়ে ১৯ বাংলাদেশিসহ ১০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (২৮ অক্টোবর) ভোরে পুলিশের জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) এবং ফেডারেল রিজার্ভ ইউনিট (এফআরইউ) এবং ইমিগ্রেশন বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের দের আটক করে।

জিওএফ সেন্ট্রাল ব্রিগেডের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট কমম জুলকিফলি জোনিত জানান, আটক ১০৬ অভিবাসীদের মধ্যে ১৯ জন বাংলাদেশি, ২৮ জন ইন্দোনেশিয়ান, ৪৬ জন মিয়ানমার এবং ১৩ ভারতীয় নাগরিক।

এক বিবৃতিতে জুলকিফলি বলেন, অভিযানের সময় অভিবাসীরা বৈধ শনাক্তকরণ নথি (কাগজপত্র) উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায়, অভিবাসন আইন ১৯৫৯ এর ধারা ৬(৩) এবং ধারা ৬(১)(প) সহ বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে। আটকদের ইমিগ্রেশন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনসাধারণকে তাদের নিজ নিজ এলাকায় সন্দেহজনক কার্যকলাপ বা অবৈধ অভিবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহ করার আহ্বান জানান জুলকিফলি।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সন্দেহজনক কার্যকলাপ ও অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে সময়ে সময়ে যৌথ অভিযান চলবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *