কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমল
নিউজ ডেস্ক:
কুয়েতের স্বল্প আয়ের প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ফি কমিয়েছে বাংলাদেশ সরকার। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
কুয়েতে চলতি বছরের ১৪ মে থেকে পুরোদমে শুরু হয় ই-পাসপোর্ট সেবা। তথ্যগত কোন সমস্যা না থাকলে আবেদনের এক মাসের মধ্যেই প্রবাসীরা হাতে পাচ্ছেন অত্যাধুনিক ই-পাসপোর্ট।
কুয়েতে অবস্থানরত প্রবাসী শিক্ষার্থী, শ্রমিক ও ড্রাইভারসহ বেশ কিছু স্বল্প আয়ের পেশায় নিয়োজিত প্রবাসীদের পাঁচ বছর মেয়াদি মেশিন রিডেবল পাসপোর্ট পেতে ফি দিতে হয় সাড়ে নয় দিনার। কিন্তু ১০ বছর মেয়াদের ই-পাসপোর্টের জন্য শুধুমাত্র শ্রমিক ও শিক্ষার্থীদের ফি দিতে ১৫ দিনার বেশি। এছাড়া অন্য সব পেশার জন্য ৩৮ দিনার ৫০০ ফিলস ফি নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে শুরু থেকেই স্বল্প আয়ের প্রবাসীদের বিবেচনায় নিয়ে পাসপোর্টের আবেদন ফি নির্ধারণের দাবি জানিয়ে আসছিল প্রবাসীরা। তাদের দাবি আমলে নিয়ে স্বল্প আয়ের প্রবাসীদের জন্য আবেদন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
এখন থেকে শিক্ষার্থী ছাড়াও স্বল্প আয়ের প্রবাসীরা সাড়ে ১৫ দিনার ফি দিয়ে দশ বছর মেয়াদি ই-পাসপোর্ট নিতে পারবেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান জানিয়েছেন, ই-পাসপোর্টের ফি কমানোয় শুধু কুয়েত নয় বিভিন্ন দেশের অসংখ্য প্রবাসী আর্থিকভাবে উপকৃত হবেন। এই সিদ্ধান্তের জন্য তিনি কুয়েত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More