আবাসন খাতে নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তা চান প্রবাসী বাংলাদেশিরা
নিউজ ডেস্ক:
বাংলাদেশের আবাসন খাতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট আবাসন প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী পল্লীর উদ্যোগে দুবাইয়ের পনিক্স হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের এমন কিছু আবাসন প্রকল্প আছে, যেগুলো প্রবাসীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত বিনিয়োগকে নিরাপদ রাখতে চান। তাই, তারা এমন প্রকল্প খুঁজে বেড়ান, যেখানে তাদের বিনিয়োগের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। পাশাপাশি প্রবাসীরা যাতে সহজে ও দ্রুততম সময়ে প্রকল্প বুঝে পান, সে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট আবাসন প্রকল্পের মালিকদের প্রতি।
তিন দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে আবাসন প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ নিয়ে অসংখ্য প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। অনুষ্ঠানে বেশ কয়েকজন প্রবাসী কিছু আবাসন প্রকল্পে তাদের স্বপ্নভঙ্গের কথা তুলে ধরেন।
তারা বলেন, প্রবাসী পল্লীর মতো দায়বদ্ধতা নিয়ে যদি সকল প্রকল্প এগিয়ে আসত, তাহলে প্রবাসীদের মাঝে নিরাপদ বিনিয়োগ নিয়ে এত হতাশা থাকত না।
বক্তারা বলেন, সংযুক্ত আরব আমিরাত হচ্ছে প্রবাসীদের জন্য আধুনিক একটি অঞ্চল। সংযুক্ত আরব আমিরাত আবাসন প্রকল্পে বিনিয়োগের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকতে পারে। বাংলাদেশের আবাসন প্রকল্পেও প্রবাসীদের বিনিয়োগের নিরাপত্তার জন্য আমিরাতের আবাসন প্রকল্পের নীতিমালা বাস্তবায়নে অনুরোধ জানানো হয়।
তিন দিনব্যাপী এই মেলায় প্রবাসী পল্লীতে আবাসন গড়ে তোলার জন্য বেশ কয়েকজন প্রবাসী চুক্তিবদ্ধ হয়েছেন।
Related News
কাতার বাংলাদেশী রাষ্ট্রদূতের সাথে জালালাবাদ এসোসিয়েশন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ
কাতার বাংলাদেশী রাষ্ট্রদূতের সাথে জালালাবাদ এসোসিয়েশন কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ কে.এম.সুহেল আহমদ, কাতার থেকে: বৃহত্তর সিলেটেরRead More
কানাইঘাট এসোসিয়েশন পর্তুগালের ২০২৪-২৬ সেশনের কমিটি গঠন
কানাইঘাট এসোসিয়েশন পর্তুগালের ২০২৪-২৬ সেশনের কমিটি গঠন পর্তুগালের মাঠিতে কানাইঘাট তথা সিলেটের ইতিহাস ঐতিহ্য,সংস্কৃতি ওRead More