সিলেটে সাংবাদিক তাওহীদুল ইসলামকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
নিউজ ডেস্ক:
প্রকাশিত সংবাদ এবং ব্যক্তিগত ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সিলেটে সাংবাদিক তাওহীদুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সিলেটের কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
তাওহীদুল ইসলাম সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বারটুয়েন্টিফোরডটকম এর সম্পাদক- প্রকাশক এবং কানাইঘাট প্রেসক্লাবের সাবেক তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক।
সাংবাদিক তাওহীদ বলেন, প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখাকে কেন্দ্র করে বুধবার বিকেলে দুই দফায় প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন,মুঠোফোনে কল দিয়ে সংবাদ লেখায় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।
গত ১৭ অক্টোবর এই সাংবাদিক তার ফেসবুক প্রােফাইলে একটি পোস্ট করেন। ওই পোস্টে অবশ্য কারোর নাম, পরিচয় কিছুই উল্লেখ ছিলো না।
এ ঘটনায় বৃহস্পতিবার কানাইঘাট থানায় সাধারণ ডায়রী করেছেন তাওহীদুল ইসলাম। যার জিডি নং- ১০৪৪, তারিখ- ১৯.১০.২০২৩।
জিডির বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More