Monday, October 9th, 2023
ইসলামী সংগীতে বিরামহীন কাজ করে যাচ্ছেন মামুনূর রশিদ
নিউজ ডেস্ক: মামুনূর রশিদ। ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা ‘সবুজকুঁড়ি’র যুগ্ন সিনিয়র পরিচালক। গ্রামের বাড়ি নবীগনজের ছোট বাকৈর গ্রামে। ছোটবেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ইসলামী সংগীত চর্চা করে আসছেন। একসময় যোগ দেন জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘সবুজকুঁড়ি’তে।দীর্ঘদিন সবুজকুঁড়িতে কাজ করে ইউটিউব ও স্টেজপ্রোগ্রামে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। সবুজকুঁড়ির নির্বাহী পরিচালকের দায়িত্বে থাকাকালীন গতবছর উচ্চশিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাজ্যে। বর্তমানে যুক্তরাজ্যের ব্যস্ততম জীবনে পড়াশুনা ও চাকুরীর পাশাপাশি ইসলামী সংগীতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ইসলামী নাশিদ শো তে নিয়মিত পারফরমেন্স করেই যাচ্ছেন। তিনি সবুজকুঁড়ির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি নিজস্ব ইউটিউব চ্যানেল ওRead More