দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের সেবা কেন্দ্রের সংখ্যা বাড়ল
নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা সহজে ও দ্রুত প্রদানের লক্ষ্যে সেবা কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে।
আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মঙ্গলবার (৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুবাই ও উত্তর আমিরাতের ছয়টি স্থানে নির্ধারিত সূচি অনুযায়ী পাসপোর্ট, প্রবাসী কল্যাণ (WEWB) কার্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদান করা হবে।
নতুন সেবা কেন্দ্র ও সেবা প্রদানের সময় :
বাংলাদেশ এসোসিয়েশন, শারজাহ্ শাখা: প্রতি মাসের প্রথম রবিবার ও মাসের তৃতীয় শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
বাংলাদেশ এসোসিয়েশন, ফুজাইরাহ্ শাখা: প্রতি মাসের প্রথম শনিবার ও মাসের তৃতীয় রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আস সালাম টাইপিং সেন্টার, রাস আল খাইমাহ্: প্রতি মাসের দ্বিতীয় শনিবার ও মাসের চতুর্থ রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
ওয়াহাত আল ফালাজ টাইপিং সেন্টার, হাত্তা: প্রতি মাসের চতুর্থ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এ এম টাইপিং সেন্টার, আজমান: প্রতি মাসের প্রথম শুক্রবার ও মাসের তৃতীয় শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
আল বারাকা টাইপিং সেন্টার, জাবেল আলী: প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার ও মাসের চতুর্থ শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেবা কেন্দ্রগুলোতে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ঘোষিত সূচি অনুযায়ী কনস্যুলার সেবা প্রদান করা হবে। এই কনস্যুলার কেন্দ্র ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি কনস্যুলার সেবা প্রদানের সাথে জড়িত নন। এ ধরনের প্রতিশ্রুতি প্রদান প্রতারণামূলক ও অপরাধযোগ্য বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কনস্যুলার সেবা কেন্দ্রগুলোতে সেবা গ্রহণের জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কনস্যুলেটের ওয়েবসাইট (www.bdconsulatedubai.ae) বা মোবাইল অ্যাপ (BD Consulate Dubai) ব্যবহার করা যেতে পারে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More