Main Menu

গ্রিসে বাংলাদেশিদের নিয়মিতকরণ: আবেদনের সময়সীমা ৩০ অক্টোবর

নিউজ ডেস্ক:
চলতি বছরের ১১ জানুয়ারি থেকে অনিয়মিত বাংলাদেশিদের নিয়মিত হওয়ার আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ অক্টোবর। এথেন্সের বাংলাদেশের দূতাবাস রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিয়মিত বাংলাদেশিরা নিয়মিত হতে দূতাবাসে প্রাথমিক নিবন্ধনের সুযোগ পাবেন ১৬ অক্টোবর পর্যন্ত৷ যারা প্রথম প্রক্রিয়া শেষ করেছেন অথবা করবেন তারা প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ অর্থাৎ গ্রিক সরকারের অনলাইন প্লাটফর্মে নিবন্ধনের সুযোগ পাবেন চলতি মাসের ৩০ অক্টোবর পর্যন্ত।

এদিকে বাংলাদেশ দূতাবাস গ্রিসের মিনিস্টার মোহাম্মদ খালেদ জানিয়েছেন, গ্রিস-বাংলাদেশ সমঝোতা স্মারক চুক্তির আওতায় এ পর্যন্ত দূতাবাসের মধ্যে প্রাথমিক নিবন্ধিত হয়েছেন ১০ হাজারেরও বেশি অভিবাসী৷ এসব অভিবাসীদের মধ্যে অন্তত ছয় হাজার বাংলাদেশি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষে গ্রিক কর্তৃপক্ষ থেকে বৈধতার সত্যয়ন পেয়ে রেসিডেন্স পারমিট বা স্মার্ট কার্ডের অপেক্ষায় আছেন।

তিনি আরও জানান, চলমান প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত থাকলেও এই সময়সীমা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করার সুযোগ দিতে গ্রিক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ৷

উল্লেখ্য, অনিয়মিত অভিবাসীদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কঠোর অবস্থানে রয়েছে গ্রিক সরকার৷ অভিবাসীদের সঙ্গে প্রশাসনের আচরণ নিয়ে সমালোচনা করে আসছেন অধিকারকর্মীরাও

গত বছরের জুলাইয়ে ইনফোমাইগ্রেন্টসকে দেয়া সাক্ষাৎকারের দেশটি আশ্রয় ও অভিবাসন বিষয়ক সাবেক মন্ত্রী নোতিস মিতারাচি বলেন, ‘এই চুক্তির দুইটি দিক আছে৷ প্রথমত, অনিয়মিত অভিবাসনকে মোকাবিলা করা৷ আমি পরিষ্কার বলতে চাই, গ্রিস অনিয়মিত অভিবাসন মেনে নিবে না৷ আমরা আমাদের সীমান্ত রক্ষা করব৷ কারা ইউরোপে আসবে সেটা আমরা পাচারকারীদের হাতে ছেড়ে দিব না৷ আমি বৈধ অভিবাসনের পক্ষে৷’’

তিনি আরও যোগ করেন, ‘অভিবাসীরা একটি সম্মানজনক উপায়ে গ্রিসে আসবে এজন্য পাচারকারীদের টাকা দিতে হবে না তাদের৷ তারা এখানে একটা সময়ের জন্য কাজ করবে, তাদের পরিবারকে সহায়তা করবে৷ এরপর আবার ক্রমন্বয়ে তাদের নিজেদের দেশে ফেরত যাবেন৷’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *