সুইডেনে প্রবাসী বাংলাদেশি নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক:
সুইডেনের পশ্চিম উপকূলে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি নারীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজিত করা হয়। এতে সুইডেন ও আশপাশের দেশে বসবাসরত বাংলাদেশি নারীদের জন্য উন্মুক্ত ছিল।
প্রতিযোগিতায় সুইডেনে স্থায়ীভাবে বসবাসরত এবং আগত উচ্চ শিক্ষার্থীদের মোট ২২ জন নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন।
গত শনিবার (৩০ সেপ্টেম্বর) জয়িতা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেহদি হাসান।
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
একক প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেন যথাক্রমে নাজনীন ইসলাম রনি ও বিদিতা জামান। আর দ্বৈত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মুনতাহা তাবাসসুম তরু ও বিদিতা জামান এবং দ্বিতীয় স্থান অর্জন করেন নিপা সুলতানা কণা ও হিমিকা রিসাদ।
প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত মেহদি হাসান। আফসারুজ্জামান নূর জ্যোতির উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী বেগম সানজিদা খানম ও সুইডেনের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি শাহ মো. আশরাফুল আলম মোহন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মেডেল বিতরণ করেন রাষ্ট্রদূতের সহধর্মিণী বেগম সানজিদা খানম।
এ সময় রাষ্ট্রদূত মেহেদি হাসান বলেন, নারীদের জন্য এমন আয়োজন ভূয়সী প্রশংসনীয়। খেলায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী নারীরাও।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More