বিশ্বকাপ শুরুর আগেই সাকিবকে নিয়ে যে দুঃসংবাদ
নিউজ ডেস্ক:
বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ৭ অক্টোবর, আফগানিস্তানের বিপক্ষে। তবে মূল আসর শুরু হওয়ার আগেই যেন ধাক্কা খেল বাংলাদেশ দল। হালকা ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান।
মূল আসরের আগে আজ শুক্রবার আসামারে গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। ম্যাচে সাকিব নেই, অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ।
জানা গেছে, গুয়াহাটিতে প্রথমদিনের অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। পরে পা ফুলে যায় বাংলাদেশ অধিনায়কের। তাই সাকিবকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। সাকিবের পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। তাইতো মিরাজের ঘাড়ে ওঠে অধিনায়কের দায়িত্ব। এই দুজন ছাড়াও বিশ্রাম পেয়েছেন দুই পেসার শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের পরবর্তী প্রস্তুতি ম্যাচ আগামী ২ অক্টোবর। ওইদিন ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। সেই ম্যাচেও সাকিবের খেলা নিয়ে আছে শঙ্কা। এমনকি আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না সেটিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
Related News
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
লিটনকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেRead More
সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লিগ নিষিদ্ধ করল আইসিসি
সাকিবের খেলা যুক্তরাষ্ট্রের জাতীয় লিগ নিষিদ্ধ করল আইসিসি যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগকে (এনসিএল) নিষিদ্ধ করেRead More