আমিরাতে হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের নতুন কমিটি
নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত কুমিল্লা জেলার হোমনা-মেঘনা প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি দেশটির আজমান প্রদেশে সাংগঠনিক এক কর্মসূচির মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে মো. নাজিরুল হক ভূঁইয়াকে সভাপতি ও শিকদার মো. শাফায়েত উল্লাহ সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শিকদার মো. শাফায়েত উল্লাহ জানান, হোমনা-মেঘনা প্রবাসীদের বিদেশে ঐক্যবদ্ধ রাখতে এই সংগঠন কাজ করছে। নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. নাজিরুল হক ভূঁইয়া বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন হিসেবে এটি যাত্রা করে। এই সংগঠন ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম-অধিকারের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। মূলত হোমনা-মেঘনা প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এর আগে আজমান স্পাইস হাউসে নতুন কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভায় সংগঠনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More