দেশে ফেরার পথেই মারা গেলেন ওমান প্রবাসী মফিজুল

নিউজ ডেস্ক:
পাঁচ বছর পর ওমান থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মফিজুল হক নামে এক ওমান প্রবাসী বাংলাদেশি।দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ওমানের মাস্কাটে বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
মফিজুল হক (৪৭) নোয়াখালীর কোম্পানীগঞ্জের উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজীপাড়া এলাকার সগির আলী মিয়াজী বাড়ির সামছুল হকের ছেলে।
চরপাবর্তী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জীবিকার সন্ধানে মফিজুল হক ৫ বছর আগে ওমানে পাড়ি জমান। এর আগেও তিনি বিভিন্ন দেশে প্রবাস জীবন কাটান। ওমানে তিনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। একপর্যায়ে তার একটি পায়ে পচন ধরে।
বুধবার ভোররাতের দিকে ওমানের কর্মস্থল থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছলে মফিজুল গুরুতর অসুস্থ হওয়ায় কর্তৃপক্ষ পুনরায় তাকে ওমানের কর্মস্থলের বাসায় ফিরতে বলেন। তিনি বাসায় ফেরার পথে বিমানবন্দর এলাকায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মফিজুলের মরদেহ দেশে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে স্ত্রী ও সন্তানরা।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More