Main Menu

সৌদি জাতীয় দিবস উদযাপনে বাংলাদেশী কমিউনিটির অংশগ্রহণ

নিউজ ডেস্ক:

“আমরা স্বপ্ন দেখি এবং তা অর্জন করি” স্লোগানে ৯৩তম সৌদি জাতীয় দিবস আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উদযাপিত হবে। উক্ত দিবস উদযাপনে সৌদি সরকারের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

সৌদি আরবের পুর্বাঞ্চল এলাকার আল খোবার শহর একটি অন্যতম বাণিজ্যিক শহর। এই শহরে প্রায় লক্ষাধিক বাংলাদেশী প্রবাসী বসবাস করেন। এই উপলক্ষে গত ১৭ই সেপ্টেম্বর ২০২৩ তারিখে আল খোবার সী-ফ্রন্টে আল খোবার শ্রম অফিস কর্তৃক “লাওহাতুল ওতান_৩” নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচী পালন করে।

উক্ত কর্মসূচীতে দুই হাজার পুরুষ-নারী স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন দেশের ১০টি কমিউনিটি অংশগ্রহণ করে। বাংলাদেশ দূতাবাস রিয়াদের প্রতিনিধির উদ্যোগে বাংলাদেশী প্রবাসীগণ তাদের পরিবারসহ এতে অংশগ্রহণ করেন। সৌদি আরবের জাতীয় কর্মসূচী বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশীদের এই অংশগ্রহণ সৌদি কর্তৃপক্ষের নিকট বাংলাদেশীদের ভাবমূর্তি উজ্জল রাখতে প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

সৌদি মানব সম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আল খোবার অফিসের ডিরেক্টর মনসুর আল বিন আলী উক্ত অনুষ্ঠান সফল করার জন্য বাংলাদেশী প্রবাসীদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়েছেন। তিনি জানান বাংলাদেশীদের এই অংশগ্রহন তাদের দ্বিতীয় দেশ সৌদি আরবের প্রতি তাদের মমতা, শ্রদ্ধা এবং মঙ্গল কামনার অন্যতম প্রমাণক।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *