কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি নির্বাচন
নিউজ ডেস্ক:
উৎসবমুখর পরিবেশে কুয়েতে প্রবাসী বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সুয়েখ শিল্প এলাকায় প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতে প্রায় ২ লাখ ৮০ হাজার প্রবাসী বিভিন্ন কাজে নিয়োজিত। প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতের সংবাদকর্মীরা।
সম্মেলনে বাংলাদেশ প্রেস ক্লাব, কুয়েতের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচিতরা হলেন—সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন (সময় টিভি), সহ-সভাপতি মো. জালাল উদ্দিন (আরটিভি) ও আল আমিন রানা (মাই টিভি), সাধারণ সম্পাদক আ হ জুবেদ (বাংলা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেবজু মিয়া (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন (৭১ টিভি), প্রচার সম্পাদক মহসিন পারভেস (ডিবিসি), মহিলাবিষয়ক সম্পাদক নাসরিন আকতার মৌসুমী (জয়যাত্রা), দপ্তর সম্পাদক আবু বক্কর পাভেল (কালবেলা), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. সেলিম হাওলাদার (এসএ টিভি), আপ্যায়ন সম্পাদক মোসারফ হোসেন (চ্যানেল আই), তথ্য ও গবেষণা সম্পাদক জিসান মাহমুদ (জাগো নিউজ), আলোকচিত্র সম্পাদক কাউসার আহমেদ বিহন (স্বাধীন বাংলা), ক্রীড়া সম্পাদক শাহ করিম (বাংলার বার্তা)। সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন মোহেন আহমেদ, দেবু মজুমদার ও সুমন আহমেদ।
নির্বাচন সমন্বয়ক জাহাঙ্গীর খান পলাশ নির্বাচনের ফল প্রকাশের প্রাক্কালে বলেন, কুয়েতে বাংলাদেশ প্রেস ক্লাবের সংবাদকর্মীরা যেভাবে ভোটের মাধ্যমে সাংবাদিক নেতাদের নির্বাচিত করেছেন, নিঃসন্দেহে এটি অনুকরণীয়।
সভাপতি মইন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ পুনর্নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ জানান। তারা আগামীতে সব সাংগঠনিক কাজে সাংবাদিক সহকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More