Main Menu

সৌদির হাসপাতাল মর্গে বাংলাদেশির মরদেহ, দেশে ফিরিয়ে আনার আকুতি

নিউজ ডেস্ক:
সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় গত ২২ জুন মারা যান হুমায়ুন বেপারী নামের এক প্রবাসী বাংলাদেশি। প্রায় তিন মাস ধরে দেশটির হাসপাতালের মর্গে পড়ে আছে তার মরদেহ। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় মরদেহ দেশে আনতে পারছে না তার পরিবার।

তাই মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব ও বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতের স্বজনরা।

মৃত হুমায়ুন বেপারী বাংলাদেশের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা বাজার উদয়পুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, হুমায়ুন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে সৌদি আরব যাওয়ার কয়েক দিনের মধ্যে গত ২০ জুন টনসিলের সমস্যা নিয়ে সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে লাইভ সাপোর্টে থাকা অবস্থায় তিনি গত ২২ জুন মারা যান। মারা যাওয়ার পর তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ না হওয়ায় অনিশ্চয়তায় ছিলেন তার পরিবার। গত দুইদিন আগে সামাজিক মাধ্যমে নিশ্চিত হন তিনি তিন মাস আগেই মারা গেছেন।

স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে স্ত্রী নুপুর বেগম জানান, পারিবারিক আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের। তার ওপর স্বামী হারানোর শোক। মরদেহ ফেরাতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *