Main Menu

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট কমিউনিটি’র শিক্ষা ও সাংস্কৃতিক মেলা

নিউজ ডেস্ক:
বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়ার (বিএসসিএম) উদ্যোগে এক শিক্ষামেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার কুয়ালালামপুর হোটেল জি টাওয়ারের গ্রান্ড বলরুমে এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে। নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

রোববার (১০ সেপ্টেম্বর) বুকিত বিনতাং এ এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান বিএসসিএম-এর নেতারা। এসময় প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো: রমজান, প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক মো: মওদুদ মোল্লা, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা উপস্থিত ছিলেন।

বাংলাদেশী স্টুডেন্টস কমিউনিটি অব মালয়েশিয়ার সভাপতি এ কে এ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা ও সাংস্কৃতিক মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

স্টুডেন্ট কমিউনিটির নেতারা জানান, আগামী ১৬ সেপ্টেম্বর সারাদিন ব্যাপী মেলায় থাকছে শিক্ষামূলক সেমিনার, উচ্চশিক্ষা বিষয়ক তথ্য প্রদান, অনুপ্রেরণামূ্লক গল্প উপস্থাপন, বিভিন্ন জেলার মানুষের অংশগ্রহণে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা আমার জেলাই সেরা, ফ্যাশন শো, ফটো কনটেস্ট, বেবি ব্যান্ড, জাদু প্রদর্শনী, কবিতা আবৃত্তি, মঞ্চ নাটক, নৃত্য, গান।

এছাড়াও বাংলাদেশ থেকে আগত বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান, বাংলার ঐতিহ্যবাহী বালিশ খেলা, চেয়ার সেটিং, হাতে মেহেদী লাগানো, সেরা পোশাক পরিধানকারী জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, লাকী কুপন, লাকী কুপন বিজয়ীর ১ম পুরস্কার কুয়ালালামপুর টু ঢাকা এয়ার টিকিটসহ আরো আকর্ষণীয় ১০টি পুরস্কার। মেলায় বাংলাদেশী প্রবাসী নারী- পুরুষসহ সকলের জন্য উম্মুক্ত থাকবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *