রোমে মানিকগঞ্জ জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিউজ ডেস্ক:
প্রবাসী বাংলাদেশীদের মৃতদেহ দেশে প্রেরণ, আইনি সহায়তা দেওয়া, প্রবাসীদের বিভিন্ন সমস্যার পাশে থাকার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেছে মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি। সৌহার্দ্য ও সম্প্রীতির প্রত্যয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সুনাম অক্ষুণ্ণ রেখে আগামী দিনে সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করার আশাবাদ ব্যক্ত করেছেন সমিতির নেতৃবৃন্দ।
অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ তসলিম মিয়া, মানিকগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন মোল্লা সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন,বক্তব্য রাখেন সাবেক সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা,বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ রশিদ মিয়াসহ সিনিয়র নেতৃবৃন্দ।
মানিকগঞ্জ জেলা সমিতির সভাপতি মোঃ নায়েব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চলের পরিচালনায় উদ্বোধনীর বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম শাহাদাত। অনুষ্ঠানে প্রধান অতিথির রমজান আলীকে মানিকগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মানীয় প্রদান করা হয়। এ সময় রোমের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান প্রধান অতিথিকে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদিকা সামিয়া আক্তার ও সাইফুল বেপারী।
সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি তামান্না হক ও সাবরিনা মমতাজ মমো। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মেয়র রমজান আলী বলেন আমরা চেষ্টা করব শুধু মানিকগঞ্জবাসীকে নয়।
বিশ্বের বিভিন্ন দেশে যেসব প্রবাসী বাংলাদেশী রয়েছে তারা দেশে গেলে যেসব হয়রানি শিকার হয় তাদের পাশে থাকার।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More