বাহরাইন প্রবাসীদের জন্য আইনি সহায়তা কেন্দ্র চালু
নিউজ ডেস্ক:
বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশ দূতাবাস বাহরাইনের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাহরাইনের স্থানীয় সময় বিকাল ৩.৩০মিনিটে দূতাবাসের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রবাসী বাংলাদেশীদের ভাল আইনি সেবা এবং সঠিক আইনগত পরামর্শ প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ২ পর্যন্ত দূতাবাস প্রাঙ্গনে অভিজ্ঞ আইনজীবী দ্বারা বিনামূল্যে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন আইনগত সমস্যার পরামর্শ দেয়া হবে। চাহিদার প্রেক্ষিতে ভবিষ্যতে এই সেবার আওতা বাড়ানো হবে।
তিনি জানান, সপ্তাহের প্রতি কার্যদিবসে অফিস চলাকালীন সময়ে দূতাবাসের কর্মকর্তা দ্বারা আইনি পরামর্শ প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বাহরাইন প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দূতাবাসের এই সেবা গ্রহণের অনুরোধ জানান।
পরবর্তীতে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের বিভিন্ন আইনগত প্রশ্নের উত্তর দেন রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা এবং আইনজীবী। পরিশেষে রাষ্ট্রদূত উপস্থিত সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা এ অনুষ্ঠানে যোগ দেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More