Main Menu

পোল্যান্ডের এমপি প্রার্থী বাংলাদেশি মাহবুব

নিউজ ডেস্ক:
পোল্যান্ডের জাতীয় নির্বাচনে দেশটির বিরোধী দল ‘প্ল্যাটফর্মা অবিভাতেসকা’ (নাগরিক প্ল্যাটফর্ম) থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মাহবুব সিদ্দিকী। দেশটিতে এই প্রথম বিদেশি প্রার্থীকে রাজধানী ওয়ারশরের গুরুত্বপূর্ণ কোনো আসন থেকে এমপি পদে মনোনয়ন দেয়া হয়েছে।

আগামী ১৫ অক্টোবর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর সিটি কাউন্সিলর নির্বাচিত হয়ে দেশটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেন মাহবুব সিদ্দিকী।

১৯৭৬ সালে চট্টগ্রামের আগ্রাবাদে জন্ম নিলেও দীর্ঘ ১৮ বছর পোল্যান্ডের রাজধানী ওয়ারশরতে বসবাস করছেন মাহবুব। ২০০৯ সালে তিনি ‘প্ল্যাটফর্মা অবিভাতেসকা’ দলে যোগ দেন। এরপর মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে এ পর্যন্ত দলটির স্বাস্থ্য ও পরিবার কমিটির ভাইস চেয়ারম্যান, সংস্কৃতি ও ক্রীড়া কমিটি, পরিবেশ সুরক্ষা কমিটি এবং শিক্ষা কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন।

এমপি প্রার্থী মাহবুব সিদ্দিকী জানান, তিনি বা তার দল ক্ষমতায় গেলে অভিবাসন, নাগরিক অধিকার, সংখ্যালঘু, বয়স্ক, নারী এবং শিশুদের অধিকার নিয়ে কাজ করবেন। পাশাপাশি বাংলাদেশ-পোল্যান্ড উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *