মানবপাচারকারীদের ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার জার্মানির
নিউজ ডেস্ক:
মানবপাচারকারীদের তৎপরতা ঠেকাতে পূর্বাঞ্চলীয় চেক রিপাবলিক এবং পোল্যান্ড সীমান্তে নিরাপত্তা জোরদার করছে জার্মান সরকার৷
এই লক্ষ্যে জার্মানির পূর্বাঞ্চলীয় সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্যাক্সনি রাজ্য সরকার৷
রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর্মিন শুস্টার মঙ্গলবার বলেন, মানব পাচারকারীদের ঠেকাতে ফেডারেল পুলিশের সহায়তায় সীমান্তে নজরদারি বাড়াচ্ছে রাজ্য পুলিশ৷
তিনি বলেন, সম্প্রতি সীমান্তে অপরাধের প্রবণতা বাড়ছে৷ তাছাড়া মানব পাচারকারীও বেপরোয়া হয়ে উঠেছে৷ তারা রাতের বেলায় শিশুসহ শরণার্থীদের সীমান্তে রেখে যাচ্ছে, এমন ঘটনাও দেখা যাচ্ছে৷
এই অবস্থার প্রক্ষিতে আগামী তিন মাস সীমান্তে কড়া নজরদারি চালাবে পুলিশ৷ তবে সীমান্তে ঠিক কতোজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি৷
অবশ্য জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার বার বার সীমান্তে নজরদারি বাড়ানোর প্রয়োজনের কথা বলে আসছিলেন৷
জার্মান সীমান্তে এখন পর্যন্ত কোনো স্থায়ী চেকপোস্ট নেই৷ শুধু দেশটির অস্ট্রিয়া সীমান্তে পুলিশ চেকপোস্ট রয়েছে৷ এই চেকপোস্টে সীমান্ত পারাপারকারী নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই করা হয়৷
সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে নিয়ে গত মে মাসে পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি ফ্যাজার৷
পোল্যান্ডের সীমান্তবর্তী শহর সভিকো পরিদর্শনকালে তিনি সীমান্তে কঠোর নজরদারির বিষয়ে কথা বলেন৷
‘‘আমি নিশ্চিত যে, সীমান্তে নজরদারি বাড়ানো হলে দুই দেশ যৌথভাবে নতুন করে আসা শরণার্থীদের চাপ সামলাতে পারবে,’’ বলেন তিনি৷
চলতি বছর পার্শ্ববর্তী দেশ বেলারুশ থেকে পোল্যান্ডে আসা শরণার্থীর সংখ্যা বেড়েছে৷ ধারণা করা হচ্ছে, বেলারুশের প্রেসিডেন্ট লোকাশেঙ্কোর বৈরি আচরণের কারণে শরণার্থীদের আগমন বেড়েছে৷
বেলারুশের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর দেশটির প্রেসিডেন্ট লোকাশেঙ্কো সীমান্তে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে৷
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More