Main Menu

মানবপাচারকারীদের ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার জার্মানির

নিউজ ডেস্ক:
মানবপাচারকারীদের তৎপরতা ঠেকাতে পূর্বাঞ্চলীয় চেক রিপাবলিক এবং পোল্যান্ড সীমান্তে নিরাপত্তা জোরদার করছে জার্মান সরকার৷

এই লক্ষ্যে জার্মানির পূর্বাঞ্চলীয় সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্যাক্সনি রাজ্য সরকার৷

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর্মিন শুস্টার মঙ্গলবার বলেন, মানব পাচারকারীদের ঠেকাতে ফেডারেল পুলিশের সহায়তায় সীমান্তে নজরদারি বাড়াচ্ছে রাজ্য পুলিশ৷

তিনি বলেন, সম্প্রতি সীমান্তে অপরাধের প্রবণতা বাড়ছে৷ তাছাড়া মানব পাচারকারীও বেপরোয়া হয়ে উঠেছে৷ তারা রাতের বেলায় শিশুসহ শরণার্থীদের সীমান্তে রেখে যাচ্ছে, এমন ঘটনাও দেখা যাচ্ছে৷

এই অবস্থার প্রক্ষিতে আগামী তিন মাস সীমান্তে কড়া নজরদারি চালাবে পুলিশ৷ তবে সীমান্তে ঠিক কতোজন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত জানা যায়নি৷

অবশ্য জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার বার বার সীমান্তে নজরদারি বাড়ানোর প্রয়োজনের কথা বলে আসছিলেন৷

জার্মান সীমান্তে এখন পর্যন্ত কোনো স্থায়ী চেকপোস্ট নেই৷ শুধু দেশটির অস্ট্রিয়া সীমান্তে পুলিশ চেকপোস্ট রয়েছে৷ এই চেকপোস্টে সীমান্ত পারাপারকারী নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই করা হয়৷

সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে নিয়ে গত মে মাসে পোলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ন্যান্সি ফ্যাজার৷

পোল্যান্ডের সীমান্তবর্তী শহর সভিকো পরিদর্শনকালে তিনি সীমান্তে কঠোর নজরদারির বিষয়ে কথা বলেন৷

‘‘আমি নিশ্চিত যে, সীমান্তে নজরদারি বাড়ানো হলে দুই দেশ যৌথভাবে নতুন করে আসা শরণার্থীদের চাপ সামলাতে পারবে,’’ বলেন তিনি৷

চলতি বছর পার্শ্ববর্তী দেশ বেলারুশ থেকে পোল্যান্ডে আসা শরণার্থীর সংখ্যা বেড়েছে৷ ধারণা করা হচ্ছে, বেলারুশের প্রেসিডেন্ট লোকাশেঙ্কোর বৈরি আচরণের কারণে শরণার্থীদের আগমন বেড়েছে৷

বেলারুশের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের পর দেশটির প্রেসিডেন্ট লোকাশেঙ্কো সীমান্তে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে৷

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *