Main Menu

ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি

নিউজ ডেস্ক:
ভালো কাজের আশায় সীমান্তপথ দিয়ে ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি যুবক দেশটিতে বিভিন্ন মেয়াদে জেল খেটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ার মাধ্যমে যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে।

আটক যুবক হলেন- পিরোজপুরের হেলাল (২২), জামালপুরের আজাদ মিয়া (২৩), রাজশাহীর মাহফুজ হাসান (২৪), পাবনার মনোয়ার হাসান (৩৯), নোয়াখালীর মুজাহীদুর রহমান (২৪), নেত্রকোনার আনোয়ার হাসান (২৭), পিরাজপুরর আমিনুল ইসলাম (৩৯) ও একই এলাকার ফয়জুল ইসলাম (৪৩)।

ফেরত আসা যুবকরা জানান, দুই থেকে আড়াই বছর আগে পাচারকারীর খপ্পরে পড়ে তারা দেশের বিভিন্ন সীমান্তের অবৈধ পথে ভারতের তামিলনাড়ুতে যান। পরে দালালচক্র তাদের কাজ না দিয়ে ফেলে চলে আসে। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তামিলনাড়ু পুলিশ তাদর আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল দিয়ে কারাগারে পাঠান। পরে দু‘দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে বৃহস্পতিবার বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরে আসেন তারা।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ফেরত আসা যুবকদের আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার কার্যক্রম শেষে নিজ জিম্মায় ফিরে যাবেন বলে ওসি জানান।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *