Main Menu

ইতালিতে যুবসের বনভোজন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে প্রতি বছরের ন্যায় এবারও সম্পন্ন হলো যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালি-যুবস এর বার্ষিক বনভোজন। উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে, সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে আসছে রোমের অন্যতম এই ব্যবসায়ীক সমিতি যুবস। হাওয়াই পার্কে অনুষ্ঠিত বনভোজনে পরিবার ও পরিজন নিয়ে দিনব্যাপী আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন প্রবাসী বাংলাদেশীরা।

যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালির সভাপতি মহিউদ্দীন, সাধারণ সম্পাদক আরিফ হোসেন চৌধুরী সহ উপস্থিত ছিলেন যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্ঠা মোহাম্মদ তাফসির আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সাবেক সভাপতি আবু আহমেদ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোল্লা খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিক রনি, প্রচার সম্পাদক খুরশেদ আলম মিলন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইসহাক, জনি রহমান, সাবেক প্রচার সম্পাদক অলি উল্লাহ সোহাগ এবং উপদেষ্টা শহিদুল হক রেন্টু, একে আজাদ, সাহাবুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি খোকন আহমেদ, সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি সানাউল্লাহ তুহিন, সহ-সভাপতি মাসুদুল আলম , সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম মিজানুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মামুন, আইন বিষয়ক সম্পাদক মিয়া কাউসার, সহ- শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ জুয়েল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকরামুল হুদা, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল হোসেন সবুজ, মোঃ রানা সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির আয়োজন মানেই ব্যতিক্রমধর্মী ভালো লাগার নতুনত্বের ছোঁয়া। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংগঠনিক দক্ষতায় সমাজ এবং প্রবাসীদের এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করে আছে এই সংগঠন। তারা আরো বলেন- বার্ষিক বনভোজন মানেই আবেগ মিশ্রিত ফেলে আসা দেশ ও মাটি, দেশের মানুষের কথা। বনভোজনে থাকে পুরোপুরি দেশীয় আমেজ। মূলত ইতালিতে যুবস এর বনভোজন মানেই বাঙালির বড় উৎসব।

এছাড়াও কমিউনিটির শীর্ষনেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু এবং রোমের বিভিন্ন বাংকার ব্যবসায়ী, সামাজিক, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবস এর আয়োজন একদিকে প্রকৃতির সৌন্দয্যের মাঝে প্রবাসীদের ব্যস্তময় জীবনে এনে দেয় প্রশান্তি। অন্যদিকে শিশুদের বিনোদনের কৃত্রিম ঝরনায় গোসল বিভিন্ন রাইড, আয়োজনে দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিস খেলা, পুরুষদের ট্রাইব্রেকার সহ রোমের জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশন সব মিলিয়ে আয়োজন হয়ে উঠে আর্ষনীয় ও বর্ণাঢ্য। শেষ পর্বে র‌্যাফেল ড্রতে পুরস্কার ছিল বাংলাদেশে যাওয়া আসার এয়ার টিকেট সহ স্মার্ট টিভি, মোবাইল সহ অসংখ্য পুরস্কার। বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা প্রত্যাশা করে আগামীতেও যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালি বিনোদন সহ নানা দিক নিয়ে প্রশংসনীয় কার্যক্রম চালিয়ে ইতালিতে বাংলাদেশকে উপস্থাপন করবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *