তিন মানবপাচারকারীসহ জার্মানিমুখী ৫৩ অভিবাসী আটক
নিউজ ডেস্ক:
ট্রাকে করে জার্মানি যাওয়ার সময় ৫৩ জন অনিয়মিত অভিবাসীকে আটকে দিয়েছে অস্ট্রিয়া পুলিশ৷রোববার ছোট্ট একটি ট্রাকে করে ঠাসাঠাসি অবস্থায় অস্ট্রিয়ান শহর লিনৎসে এসব অভিবাসীকে দেখতে পায় পুলিশ৷ পরে সকালে গাড়িটি যখন থামানো হয়, তখন এটির কেবিনে চার জন ব্যক্তি ছিলেন৷ আর ট্রাকটির কার্গো অংশে ছিলেন শিশুসহ ৫৩ জন অনিয়মিত অভিবাসী৷ খরব: ইনফোমাইগ্রেন্টসের।
অষ্ট্রিয়া পুলিশ জানিয়েছে, অভিবাসীদের বেশিরভাগই তুরস্কের নাগরিক৷ কেবিনের থাকা চার ব্যক্তিকে মানব পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে৷ তারাও তুরস্কের নাগরিক। কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে গেছে৷
মানব পাচারকারী সন্দেহে আটক তুরস্কের তিন নাগরিকের বয়স ১৮ থেকে ২৮ বছর৷ তবে সন্দেহভাজন যে ব্যক্তি পালিয়ে গেছে, তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি অস্ট্রিয়া পুলিশ৷
এসব অনিয়মিত অভিবাসীরা কিভাবে অস্ট্রিয়া পর্যন্ত পৌঁছালো, তা নিয়েও বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ৷ তবে, সাম্প্রতিক বছরগুলোতে বলকান রুট পেরিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ছোটো ছোটো গাড়িতে ঠাসাঠাসি করে অস্ট্রিয়ায় নিয়ে আসে মানবপাচারে জড়িতরা৷
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে আশ্রয় আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ ভাগ কমেছে৷
ইউরোপের এই দেশটিতে বেশ কয়েক বছর ধরেই শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ছে৷ আর তাই চলতি বছরে আবেদনের সংখ্যা কমার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে৷
সরকারের পরিসংখ্যান অনুসারে, চলতি বছর প্রথম ছয় মাসে অস্ট্রিয়াতে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজারে৷ গত বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে সংখ্যাটি ছিল ৩২ হাজার ৪০০৷৷ ওই হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোট নয় হাজার চারশটি আবেদন কম জমা পড়েছে৷
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More