Main Menu

তিন মানবপাচারকারীসহ জার্মানিমুখী ৫৩ অভিবাসী আটক

নিউজ ডেস্ক:
ট্রাকে করে জার্মানি যাওয়ার সময় ৫৩ জন অনিয়মিত অভিবাসীকে আটকে দিয়েছে অস্ট্রিয়া পুলিশ৷রোববার ছোট্ট একটি ট্রাকে করে ঠাসাঠাসি অবস্থায় অস্ট্রিয়ান শহর লিনৎসে এসব অভিবাসীকে দেখতে পায় পুলিশ৷ পরে সকালে গাড়িটি যখন থামানো হয়, তখন এটির কেবিনে চার জন ব্যক্তি ছিলেন৷ আর ট্রাকটির কার্গো অংশে ছিলেন শিশুসহ ৫৩ জন অনিয়মিত অভিবাসী৷ খরব: ইনফোমাইগ্রেন্টসের।

অষ্ট্রিয়া পুলিশ জানিয়েছে, অভিবাসীদের বেশিরভাগই তুরস্কের নাগরিক৷ কেবিনের থাকা চার ব্যক্তিকে মানব পাচারকারী সন্দেহে আটক করা হয়েছে৷ তারাও তুরস্কের নাগরিক। কিন্তু তাদের মধ্যে একজন পালিয়ে গেছে৷

মানব পাচারকারী সন্দেহে আটক তুরস্কের তিন নাগরিকের বয়স ১৮ থেকে ২৮ বছর৷ তবে সন্দেহভাজন যে ব্যক্তি পালিয়ে গেছে, তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি অস্ট্রিয়া পুলিশ৷

এসব অনিয়মিত অভিবাসীরা কিভাবে অস্ট্রিয়া পর্যন্ত পৌঁছালো, তা নিয়েও বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ৷ তবে, সাম্প্রতিক বছরগুলোতে বলকান রুট পেরিয়ে আসা অনিয়মিত অভিবাসীদের ছোটো ছোটো গাড়িতে ঠাসাঠাসি করে অস্ট্রিয়ায় নিয়ে আসে মানবপাচারে জড়িতরা৷

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে আশ্রয় আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ ভাগ কমেছে৷

ইউরোপের এই দেশটিতে বেশ কয়েক বছর ধরেই শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ছে৷ আর তাই চলতি বছরে আবেদনের সংখ্যা কমার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে৷

সরকারের পরিসংখ্যান অনুসারে, চলতি বছর প্রথম ছয় মাসে অস্ট্রিয়াতে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজারে৷ গত বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে সংখ্যাটি ছিল ৩২ হাজার ৪০০৷৷ ওই হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোট নয় হাজার চারশটি আবেদন কম জমা পড়েছে৷

সূত্র: ইনফোমাইগ্রেন্টস।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *