ডা.স্বপ্নীলের উদ্যোগে সিলেটে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা আগামীকাল

নিউজ ডেস্ক:
মানবিক চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান , জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল, এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে।
২৯ আগস্ট মঙ্গলবার জালালাবাদ লিভার ট্রাস্ট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত হবে।
মজুমদার পাড়া মসজিদ সংলগ্নে এ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবার উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবায় চিকিৎসা প্রধান করবেন সিলেট শহরের ছড়ারপার এলাকার কৃতি সন্তান, মানবিক চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর নেতৃত্বে ঢাকা বিভাগ ও সিলেটের বিভিন্ন হাসপাতালের স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তারগণ উপস্থিত থেকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন।
এবিষয়ে অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন,জালালাবাদ লিভার ট্রাস্ট পক্ষ প্রত্যন্ত এলাকার মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা সহ মানুষের কাছে গিয়ে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ দিচ্ছি। আমাদের উদ্দেশ্য মানুষের সেবা করা,অসহায় ও হতদরিদ্র মানুষজনদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করাই আমাদের লক্ষ্য,আমাদের সংগঠনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন,আমি সবসময় নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে সিলেটবাসীর পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষৎতেও সিলেটবাসীকে সকল ধরনের সেবা দিতে আমি সবসময় পাশে থাকব।
এসময় তিনি সবাইকে ফ্রি চিকিৎসা সেবা নিতে আহ্বান জানান।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More