ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে দেশবিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি গ্রুপের মানববন্ধন
নিউজ ডেস্ক:
হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্লগার আসাদ নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা ব্যবহার করার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে এতিমখানা শিশুদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি ফেইসবুক গ্রুপ।
শুক্রবার ( ১৮ আগস্ট) বাদ জুম্মা বাদারঘাট একটি এতিমখানার গ্রুপের উদ্যােগে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও দেশবিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি গ্রুপের এডমিন শহীদুর রহমান জুয়েল,মাদ্রাসা প্রিন্সিপাল কারী মাওলানা আজিজুল ইসলাম সিরাজী,ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম,জুবাইদ ইসলাম রুবেল
গ্রুপের মডেট্রর সোহাগ আহমদ এতিমখানা সকল শিশু ও এলাকাবাসী।
মানববন্ধনে এডমিন শহীদুর রহমান জুয়েল বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিতকে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More