Main Menu

ব্লগার আসাদ নুরের বিরুদ্ধে দেশবিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি গ্রুপের মানববন্ধন

নিউজ ডেস্ক:
হযরত মোহাম্মদ (সাঃ) কে ব্লগার আসাদ নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও কুরুচিপূর্ণ অশ্লীল ভাষা ব্যবহার করার প্রতিবাদে ও তার শাস্তির দাবিতে এতিমখানা শিশুদের নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দেশ বিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি ফেইসবুক গ্রুপ।

শুক্রবার ( ১৮ আগস্ট) বাদ জুম্মা বাদারঘাট একটি এতিমখানার গ্রুপের উদ্যােগে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও দেশবিদেশে বেটাগিরি আমরা হক্কল সিলেটি গ্রুপের এডমিন শহীদুর রহমান জুয়েল,মাদ্রাসা প্রিন্সিপাল কারী মাওলানা আজিজুল ইসলাম সিরাজী,ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম,জুবাইদ ইসলাম রুবেল
গ্রুপের মডেট্রর সোহাগ আহমদ এতিমখানা সকল শিশু ও এলাকাবাসী।

মানববন্ধনে এডমিন শহীদুর রহমান জুয়েল বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ( সাঃ)কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিতকে দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *