দুবাইয়ে স্ট্রোক করে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্ট্রোক করে মুহাম্মদ মোহসিন (৪১) নামে এক প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় গত বুধবার (১৬ আগস্ট) দিনে তিনি মারা যান।
মৃত মোহসিনের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার মৈশাইদ রামপুর-নওহাটা গ্রামে। তিনি সে গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে।
এ বিষয়ে প্রবাসী মোহাম্মদ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে নিজ বাসার বাইরে এলে রাস্তায় অচেতন হয়ে পড়ে যান প্রবাসী মোহসিন। এরপর নাখিল সিকিউরিটি পুলিশকে খবর দেওয়া হয়। তারা সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোহসিন প্রায় সময় হাই প্রেসারের ঔষধ খেতেন বলে জানা গেছেন।
তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি ও তার গ্রামজুড়ে শোকের ছায়া নেমেছে। ২০০৬ সালের শেষের দিকে আবুধাবিতে কন্সট্রাকশন কোম্পানিতে কাজ করতে আসেন তিনি।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More