বিদেশগামী কর্মীদের জন্য বোয়েসেলের সতর্কবার্তা
নিউজ ডেস্ক:
বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা যেন প্রতারণার শিকার না হন, এ জন্য সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
সংস্থাটি বলছে, বোয়েসেলের নাম ব্যবহার করে বেশ কিছু ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে বৈদেশিক নিয়োগসংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে বিদেশে যেতে ইচ্ছুক কর্মীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।
বোয়েসেলের মহাব্যবস্থাপক (উপসচিব) এ বি এম আবদুল হালিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু ওয়েবসাইট ও ফেসবুক পেজে বোয়েসেলের নাম ব্যবহার করে বিদেশে কর্মী নিয়োগের প্রচার–প্রচারণা চালানো হচ্ছে এবং কর্মী নিয়োগের আশ্বাস দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ, মেডিকেল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
Related News
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে”
“সিন্ডিকেট ভাঙতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে” শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়াRead More