ওমরাহ করতে গিয়ে সৌদিতে বাংলাদেশি নিখোঁজ
নিউজ ডেস্ক:
সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র ওমরাহ পালন করতে এসে আব্দুল হাই (৮৬) নামে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন। তার কোন খোঁজ পেলে নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ আব্দুল হাই ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা।
নিখোঁজ আবদুল হাইয়ের ভাতিজা সৌদি প্রবাসী সরোয়ার আলম রুবেল বলেন, ‘আব্দুল হাই গত ৩ আগস্ট থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে মক্কায় বাংলাদেশ হজ অফিস ও স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।’
আব্দুল হাই গত ২ আগস্ট পবিত্র ওমরা পালন করার জন্য গালফ এয়ারলাইন্সে করে সৌদি আরবে পৌঁছেন।
নিখোঁজ আব্দুল হাইয়ের কেউ সন্ধান পেলে তার সৌদি প্রবাসী ভাতিজা সারোয়ার আলম রুবেলের সঙ্গে মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সৌদি আরব : +৯৬৬৫৩১০২৭২৪০, বাংলাদেশ : +৮৮০১৭২১১১১০০২
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More