Main Menu

হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে ৩ বাংলাদেশির জয়

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির প্রাইমারি নির্বাচনে কাউন্সিলর পদে ৩ জন বাংলাদেশি-আমেরিকান বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তারা আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় সাধারণ বা চূড়ান্ত নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছেন।

নির্বাচিতরা বাংলাদেশি-আমেরিকানরা হলেন—হ্যামট্রামিক সিটির বর্তমান মেয়র প্রোটেম ও কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর নাইম লিয়ন চৌধুরী ও মুহতাসিন সাদমান।

ওয়েইন কাউন্টি নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৮ আগস্ট সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ফলাফল ঘোষণা করা হয় রাত প্রায় ১১টার দিকে।

বর্তমান কাউন্সিলর বাংলাদেশি-আমেরিকান নাইম চৌধুরী ৫ ভোটের ব্যবধানে প্রথম হয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৮৫৮।

সিটির মেয়র প্রোটেম ও কাউন্সিলর কামরুল হাসান ৪ ভোটের ব্যবধানে চতুর্থ হয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৮০৯।

আবাসন ব্যবসায়ী মুহতাসিন সাদমান প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চূড়ান্ত নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন। তিনি পেয়েছেন ৬৮৯ ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন। তাদের মধ্যে ৩ বাংলাদেশি-আমেরিকানসহ বিজয়ী হয়েছেন ৬ জন।

সাধারণ নির্বাচনের জন্য যোগ্যতা অর্জনকারী বাকি প্রার্থীরা হলেন—মোহাম্মদ আলসমিরি, লিন ব্লেসি ও নাসের সালেহ হোসাইন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *