Main Menu

দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার উমাডাঙ্গা শহরে সন্ত্রাসীদের গুলিতে মাজেদুল হাসান লাকী (৪৮) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশি সময় সোমবার রাত সাড়ে ৮টার দিকে গুলিতে প্রাণ হারান তিনি। এ নিয়ে মাত্র চারদিনের ব্যবধানে দুই বাংলাদেশি দেশটিতে গুলিতে নিহত হলেন।

নিহত মাজেদুল হাসান লাকী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকার আব্দুল লতিফ মেম্বারের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাজেদুল হাসান লাকীর স্ত্রীর বড় ভাই মফিজ হোসেন মজু এ তথ্য নিশ্চিত করেছেন।

মফিজ হোসেন মজু বলেন, মাজেদুল হাসান লাকী ২০০৭ সালে সাউথ আফ্রিকায় জীবিকার তাগিদে পাড়ি জমান। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন। সোমবার বাংলাদেশি সময় রাত সাড়ে ৮টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি গাড়িতে করে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় লাকী ঘটনাস্থলেই নিহত হন। এ খবর তার গ্রামের বাড়ি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুরে ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

মফিজ হোসেন মজু আরো জানান, নিহত মাজেদুল হাসান লাকীর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

এদিকে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেয়ায় সেলিম মাতুব্বর (৬০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম মাতুব্বর মাদারীপুর জেলার রাজৈর পৌরসভাধীন মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *