Main Menu

ইয়েমেনে অপহৃত বাংলাদেশি সুফিউল আনাম উদ্ধার

নিউজ ডেস্ক:
ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করা হয়েছে। তাকে অপহরণের দেড় বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় উদ্ধার করা হয়েছে। সুফিউল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে আছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চল থেকে অপহরণের শিকার হন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা সুফিউল আনামসহ জাতিসংঘের পাঁচ কর্মী। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। ধারণা করা হয়েছিল, জাতিসংঘে কর্মরত এই কর্মকর্তাকে অপহরণের পর জঙ্গি গোষ্ঠী তাকে হত্যা করেছে।

তবে অপহরণের প্রায় সাত মাস পর গত বছরের ৭ সেপ্টেম্বর সুফিউল আনামের একটি ভিডিও প্রকাশ করে জঙ্গি গোষ্ঠীদের অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

এরপর গেল মাসে জাতিসংঘের এই কর্মকর্তার আরেকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওটি প্রকাশ করে আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)। সাইট ইন্টেলিজেন্স গ্রুপের বরাত দিয়ে ভিডিও বার্তার সংবাদ প্রকাশ করে এএফপি।

ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের নিরাপত্তা বিভাগের কর্মী হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন নীল শার্ট পরা সুফিউল আনাম। এ সময় তিনি নিজের মুক্তি দাবি করেন। তিনি নিজে ও অপহরণের শিকার তার সঙ্গে থাকা আরও দুজন ‘গুরুতর অসুস্থ’ বলেও জানান। তবে ৩ জুন রেকর্ড করা ভিডিওটি কীভাবে কাদের সহযোগিতায় করা সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সুফিউল আনামসহ জাতিসংঘে কর্মরত পাঁচজনকে অপহরণ করে আল-কায়েদার ইয়েমেনি শাখা। মাঠ পরিদর্শনের কাজ শেষে বন্দরনগরী অ্যাডেনে ফিরছিলেন তারা। অন্য চারজন ইয়েমেনের নাগরিক।

সুফিউল ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কোঅর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই সাবেক সেনা কর্মকর্তার অপহরণের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। তিনি জানান, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল।

সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ শুরু করেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *