এপেক্স গ্লোবাল ট্রি প্লান্টিং ডে উপলক্ষে শ্রীমঙ্গলে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
৬ আগষ্ট এপেক্স গ্লোবাল ট্রি প্লান্টিং ডে উপলক্ষে পর্যটন কেন্দ্র খ্যাত অপরূপ নিসর্গিক সৌন্দর্যের শ্রীমঙ্গলে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৬ আগষ্ট) সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কে শহীদ স্মৃতি বিজরীত বধ্যভূমি’৭১ চত্ত্বরে বৃক্ষরোপন করা হয়। এতে হরতকি, বহেরা, সোনালুসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
এপেক্স ক্লাব অব শ্রীমঙ্গল (ইউসি) এর উদ্যোগে এপেক্স গ্লোবাল ট্রি প্লান্টিং ডে এর বৃক্ষরোপনকালে আবুজার বাবলা, আক্তার হোসেন শামীম, মিলন আহমেদ, এম এ কাইয়ুম, আব্দুস শুকুর, শেখ মোহাম্মদ ওমর ফারুক, রুহুল আমিন, ফরিদ মিয়া প্রমুখ এপে´িয়ানগণ উপস্থিত ছিলেন।
৬ আগষ্ট এপেক্স গ্লোবাল ট্রি প্লান্টিং ডে উপলক্ষে এপেক্স ক্লাব এর উদ্যোগে বিশ^ব্যাপী একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More