Main Menu

লটারিতে ৫০ লাখের গাড়ি জিতলেন প্রবাসী বাংলাদেশি

বিদেশবার্তা২৪ ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকেট র‌্যাফেল ড্রতে প্রায় ১ লাখ ৬০ হাজার দিরহাম মূল্যের ব্র্যান্ড নিউ র‌্যাংলার জিপ গাড়ি জিতেছেন মিন্টু চন্দ্র বারী নামে এক প্রবাসী বাংলাদেশি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার সমান।

আবুধাবির আল-আইনে বসবাস করেন তিনি। মাত্র ১৫০ দিরহাম দিয়ে বিগ টিকিটের ‘ড্রিম কার’ লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।

আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিন্টু চন্দ্র আবুধাবিতে একটি স্যালুনে কাজ করেন। ২০০৯ সাল থেকেই মধ্যপ্রাচ্যে রয়েছেন তিনি। আল-আইনের ‘গার্ডেন সিটিতে’ থাকেন এই প্রবাসী।

পুরস্কার জেতার পর মিন্টু চন্দ্র বলেছেন, ‘যখন জানতে পারি আমি গাড়ি জিতেছি, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ভাই প্রথমে গাড়ি জেতার বিষয়টি আমাকে জানায়। এরপর বিগ টিকিটের ওয়েবসাইটে গিয়ে আমার কয়েকজন বন্ধু বিষয়টি নিশ্চিত করে।’

মিন্টু চন্দ্র এবারই প্রথমবার লটারির টিকেট কিনেছেন এমনটি নয়। নিজের ভাগ্য পরীক্ষার জন্য গত ৮-৯ বছর ধরে নিয়মিত টিকেট কিনে আসছেন বলে জানিয়েছেন তিনি।

মিন্টু জানিয়েছেন, আল-আইন আন্তর্জাতিক বিমানবন্দরে বিগ টিকিটের দোকান থেকে এই ‘ড্রিম কার’ লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।

এদিকে এই প্রবাসী জানিয়েছেন গাড়ি জেতার খবরে তার ছেলে-মেয়ে ও স্ত্রী বেশ খুশি হয়েছেন। তিনি বলেছেন, ‘এটি আমার স্ত্রী, দুই সন্তান ও আমার জন্য জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আমার গাড়ি জেতার খবরে তারা বেশ খুশি হয়েছে।’

মিন্টু জানিয়েছেন, এখন তার ইচ্ছা হলো আমিরাতে নিজের একটি স্যালুন খোলা এবং পরিবারের সদস্যদের এখানে নিয়ে আসা।

সূত্র: খালিজ টাইমস।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *