তুরস্কের সুইডিশ কনস্যুলেটে হামলা
নিউজ ডেস্ক:
তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলায় এক কর্মী আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দেশটির ইজমির প্রদেশে অবস্থিত সুইডেনের ওই কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে।
ঠিক কী কারণে এই এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। বুধবার (২ আগস্ট) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রযটার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের অনারারি কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন। প্রদেশটির স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ইজমিরের কনক জেলায় একজন ‘মানসিক প্রতিবন্ধী’ ব্যক্তি এই হামলা চালান।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের অনারারি কনস্যুলেটের বাইরে হামলাটি হয়েছিল। হামলায় আহত ওই কর্মচারী একজন নারী এবং তিনি কনস্যুলেটের কূটনৈতিক মিশনে সচিব হিসেবে কর্মরত। তার অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে তুরস্কের আরেক সম্প্রচার প্রতিষ্ঠান হ্যাবের তুর্ক জানিয়েছে, হামলার এই ঘটনাটি ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে বিরোধের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্যের তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
গভর্নরের কার্যালয় জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ বন্দুকসহ হামলাকারীকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে।
আল জাজিরা বলছে, অনারারি কনস্যুলেটগুলো বিদেশে তাদের নাগরিকদের স্বার্থের প্রতিনিধিত্ব করে। তবে কোনও পেশাদার কূটনীতিক দিয়ে সেগুলো পরিচালনা করা হয় না।
এদিকে হামলার ঘটনার বিষয়ে আরও তথ্য পেতে সুইডিশ কনসাল জেনারেল বুধবার ইজমিরে যাবেন বলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More