Main Menu

ইতালিতে ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীকে সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভা বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গঠিত ভৈরব পরিষদ ভেনিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল হকের সভাপতিত্বে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মধ্যেদিয়ে নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা মোবারক হোসাইন ও প্রধান পৃষ্ঠপোষক রহমতুল্লাহ মাষ্টার কমিটি ঘোষণা করেন।

সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ কে সভাপতি ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল রাশিদ ভূইয়া কে সাধারণ সম্পাদক করে এছাড়াও ১নং সম্মানীত সদস্য তোষণ খান, সিনিয়র সহ-সভাপতি মো. নুরুজ্জামান সহ-সভাপতি রাজিবুল হাসান,অর্থ সম্পাদক আজিজুল হক সহ ১২৬জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।

এসময় তারা জানান, এই সংগঠনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক পূনঃস্থাপনের পাশাপাশি নিজেদের কে নতুন করে এক ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করবে। এই সময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *