Main Menu

অস্ট্রিয়াতে কমেছে আশ্রয় আবেদন

বিদেশবার্তা২৪ ডেস্ক:
চলতি বছরের প্রথমার্ধে আশ্রয়ের আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ইউরোপের দেশ অস্ট্রিয়াতে৷ দেশটিতে বাংলাদেশিরাও আশ্রয়ের জন্য আবেদন করছেন বলে জানা গেছে৷

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রিয়াতে চলতি বছরের প্রথম ছয় মাসে আশ্রয় আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ ভাগ কমেছে৷

ইউরোপের এই দেশটিতে বেশ কয়েক বছর ধরেই শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ছে৷ আর তাই চলতি বছরে আবেদনের সংখ্যা কমার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে৷

সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছর প্রথম ছয় মাসে অস্ট্রিয়াতে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজারে৷ গত বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে সংখ্যাটি ছিল ৩২ হাজার চারশ৷ ওই হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোট নয় হাজার চারশটি আবেদন কম জমা পড়েছে৷

পরিসংখ্যান বলছে, অস্ট্রিয়াতে গত বছর মোট এক লাখ ১২ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছিল৷

আবেদনের সংখ্যা কমার কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয়কে বিবেচনায় নিচ্ছে সরকার৷ তাদের দাবি, মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকার কারণে অনিয়মিত পথে আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে৷ তাছাড়া সীমান্তে কঠোর নজরদারিও একটি কারণ৷

সরকারের ধারণা, প্রতিবেশি দেশ সার্বিয়াতে ভারতীয় এবং টিউনিশীয়দের ভিসা মুক্ত চলাচল বাতিল করার বিষয়টি আবেদন কমার আরেকটি কারণ হতে পারে৷ এই দুটি দেশের অনেক আশ্রয়প্রার্থী সার্বিয়াতে ভিসামুক্ত চলাচলের সুযোগ নিয়ে অস্ট্রিয়াতে প্রবেশের চেষ্টা চালাতেন৷ আগের বছরগুলোতে এমন পরিস্থিতি দেখা গেছে৷

আবেদন করছেন বাংলাদেশিরাও

ইউরোপের এই দেশটিতে আশ্রয়ের আবেদনের তালিকার রয়েছে সিরিয়া, আফগানিস্তান, মরক্কো এবং তুরস্কের নাগরিকেরা৷ পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেরের নাগরিকেরাও ইউরোপের এই দেশটিতে আশ্রয়ের আবেদন করছেন৷ অবশ্য গত কয়েক বছর ধরে ইউরোপের অনেক দেশেই বাংলাদেশিদের আশ্রয় আবেদনের সংখ্যা বাড়ছে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *