অস্ট্রিয়াতে কমেছে আশ্রয় আবেদন
বিদেশবার্তা২৪ ডেস্ক:
চলতি বছরের প্রথমার্ধে আশ্রয়ের আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ইউরোপের দেশ অস্ট্রিয়াতে৷ দেশটিতে বাংলাদেশিরাও আশ্রয়ের জন্য আবেদন করছেন বলে জানা গেছে৷
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্ট্রিয়াতে চলতি বছরের প্রথম ছয় মাসে আশ্রয় আবেদনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ ভাগ কমেছে৷
ইউরোপের এই দেশটিতে বেশ কয়েক বছর ধরেই শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ছে৷ আর তাই চলতি বছরে আবেদনের সংখ্যা কমার বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে৷
সরকারের পরিসংখ্যান বলছে, চলতি বছর প্রথম ছয় মাসে অস্ট্রিয়াতে আশ্রয়ের আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজারে৷ গত বছর অর্থাৎ ২০২২ সালের একই সময়ে সংখ্যাটি ছিল ৩২ হাজার চারশ৷ ওই হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোট নয় হাজার চারশটি আবেদন কম জমা পড়েছে৷
পরিসংখ্যান বলছে, অস্ট্রিয়াতে গত বছর মোট এক লাখ ১২ হাজার আশ্রয় আবেদন জমা পড়েছিল৷
আবেদনের সংখ্যা কমার কারণ হিসেবে বেশ কয়েকটি বিষয়কে বিবেচনায় নিচ্ছে সরকার৷ তাদের দাবি, মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকার কারণে অনিয়মিত পথে আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে৷ তাছাড়া সীমান্তে কঠোর নজরদারিও একটি কারণ৷
সরকারের ধারণা, প্রতিবেশি দেশ সার্বিয়াতে ভারতীয় এবং টিউনিশীয়দের ভিসা মুক্ত চলাচল বাতিল করার বিষয়টি আবেদন কমার আরেকটি কারণ হতে পারে৷ এই দুটি দেশের অনেক আশ্রয়প্রার্থী সার্বিয়াতে ভিসামুক্ত চলাচলের সুযোগ নিয়ে অস্ট্রিয়াতে প্রবেশের চেষ্টা চালাতেন৷ আগের বছরগুলোতে এমন পরিস্থিতি দেখা গেছে৷
আবেদন করছেন বাংলাদেশিরাও
ইউরোপের এই দেশটিতে আশ্রয়ের আবেদনের তালিকার রয়েছে সিরিয়া, আফগানিস্তান, মরক্কো এবং তুরস্কের নাগরিকেরা৷ পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেরের নাগরিকেরাও ইউরোপের এই দেশটিতে আশ্রয়ের আবেদন করছেন৷ অবশ্য গত কয়েক বছর ধরে ইউরোপের অনেক দেশেই বাংলাদেশিদের আশ্রয় আবেদনের সংখ্যা বাড়ছে৷
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More