বার্লিনে জার্মান আ.লীগের গণসংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠান

নিউজ ডেস্ক:
সাবেক নৌ পরিববহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান ও টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির’ কে গণসংবর্ধনা দিয়েছে জার্মান আওয়ামী লীগ।
বুধবার বার্লিনে জার্মান আওয়ামী লীগের দেয়া এই গণসংবর্ধনা ও সংগঠনের নেতাকর্মীদের পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান বলেন, নির্বাচনের আগে দেশে সহিংসতা, অরাজক পরিস্থিতির সৃষ্টি আর দেশী-বিদেশী ষড়যন্ত্রের জাল বুনে বিএনপি-জামায়াত আবারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খানের সভাপতিত্বে ও নূরজাহান খান নূরীর উপস্থাপনায় সভার বিশেষ অতিথি ও প্রধান বক্তা টাঙ্গাইল-২ আসনের সাংসদ তানভীর হাসান ছোট মনির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের নিয়ে সবসময় গর্ব করেন। এসময় দেশের উন্নয়নে অংশগ্রহণের আরো এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো মোশাররফ হোসেন ভূঁইয়া, আনোয়ারুল কবীর চৌধুরী, আব্দুল মালেক, ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সুর্য কান্ত ঘোষ, মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, সেলিম ভুঁইয়া, ফারুক খান, রেদোয়ান রনিসহ দলের অনান্য নেতৃবৃন্দ।
এসময় সংগঠনে সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল প্রধান অতিথি শাহজাহান খানের সাথে সংগঠনের নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন। সভায় দেশটির বিভিন্ন প্রদেশের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীদের অনবদ্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More