নির্মাণকর্মীদের জন্য ভিসা সহজ করছে যুক্তরাজ্য
বিদেশবার্তা২৪ ডেস্ক:
কর্মী ঘাটতি থাকা পেশার তালিকায় ভবন নির্মাণ শিল্পকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য৷ ফলে এ শিল্পে আরো বেশি বিদেশি কর্মী নিয়ে শ্রম ঘাটতি পূরণের সুযোগ পাচ্ছেন দেশটির নিয়োগকর্তারা৷
এই অন্তর্ভুক্তির কারণে রাজমিস্ত্রি, ছাদ নির্মাণকারী, ছাদের টাইলস বসানো ও প্লাস্টারকারীসহ এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত আরো বিভিন্ন পেশার বিদেশি কর্মীদের সহজে যুক্তরাজ্যে নিয়ে শ্রম ঘাটতি পূরণ সম্ভব হবে৷
কিছু কিছু খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে যুক্তরাজ্য৷ঘাটতি পূরণে নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে আগ্রহী৷ কিন্তু, বিদেশি কর্মী আনার বিষয়টি আবার প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ৷ কারণ, গত এক দশক ধরে এই রাজনৈতিক দলটি যুক্তরাজ্যের অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে৷
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ‘‘জাতীয় অবকাঠামো নির্মাণকে এগিয়ে নেয়ার পাশাপাশি এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে৷’’
গত মার্চে নির্মাণ শিল্পকে শ্রম ঘাটতি যুক্ত পেশায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিল ইনডিপেনডেন্ট মাইগ্রেশনস অ্যাডভাইজরি কমিটি৷ এরই মধ্যে এই তালিকায় পরিচর্যা কর্মী, গণপূর্ত প্রকৌশলী, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং স্বাস্থ্যসেবা খাতও আছে৷
মে মাসে দেয়া এক পরিসংখ্যানে দেখা গেছে, ব্রিটেনে গত বছর রেকর্ড সংখ্যক ছয় লাখ ছয় হাজার অভিবাসী এসেছেন৷ অপরদিকে, অভিবাসন ঠেকানো সুনাক প্রশাসনের অগ্রাধিকারগুলোর একটি৷
এদিকে ব্রেক্সিটের সমালোচকেরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার কারণে শ্রম ঘাটতি আরো বেড়েছে৷ ব্রেক্সিটের কারণে, ইউরোপীয় ইউনিয়নের নাগরিকেরা আর আগের মতো ব্রিটেনে কাজ করার জন্য ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন না৷
যুক্তরাজ্যে কাজের জন্য ভিসা পেতে অবশ্যই আবেদনকারীর কাছে নিয়োগকর্তার কাছ থেকে পাওয়া চাকরির প্রস্তাব থাকতে হবে এবং ইংরেজি ভাষায় দক্ষতা লাগবে৷ সূত্র:ইনফোমাইগ্রেন্টস।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More