শ্রীমঙ্গলে মাদ্রাসায় নগদ টাকা অনুদান দিলেন প্রবাসী জুবায়ের চৌধুরী ও জাবেদ আহমদ
নিউজ ডেস্ক:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পারেরটং দারুল কুরআন মাদ্রাসায় নির্মিতব্য ভবনের দরজা জানালা তৈরীর জন্য নগদ ৬৫ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।সোমবার দুপুরে যুক্তরাষ্ট্র প্রবাসী জুবায়ের চৌধুরী ও জাবেদ আহমদ এর পক্ষ থেকে মাদ্রাসা কমিটির কাছে আর্থিক অনুদান প্রদান করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল ও ব্যবসায়ী খালেদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালক মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মাহমুদুর রহমান শাহজাহান,প্রতিষ্ঠাতা সদস্য ও সহকারী পরিচালক মৌলভীবাজার মাড়কোনা মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা শামসুল হক ও মাদ্রাসার সভাপতি মাওলানা আইয়ুব আলী।এর পূর্বে মাদ্রাসার শ্রেণী কার্যক্রম ও নতুন ভবন পরিদর্শনত করেন অতিথিবৃন্দ।
পরিদর্শন কালে আয়োজিত ছাত্র -শিক্ষক সমাবেশে প্রধান অতিথি গোলজার আহমদ হেলাল মাদ্রাসার শিক্ষার্থীদের ভাল করে পড়াশোনার তাগিদ দেন। তিনি বলেন, শিক্ষার মূল লক্ষ্য মানুষ হওয়া।দেহ, মন ও আত্মার সুষম ও সামঞ্জস্যপূর্ণ বিকাশ ঘটিয়ে প্রকৃত মানুষ ও সুনাগরিক হতে হবে।
মাওলানা মাহমুদুর রহমান বলেন, আমাদের এলাকায় কোন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ২০২০ সালে
পারেরটং গ্রামে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করি।এখানে ইবতেদায়ী ১ম শ্রেণী থেকে ৪র্থ শ্রেণী পর্যন্ত
১১৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে।
পাঠদানের জন্য ৪ জন শিক্ষক আছেন।তিনি জানান, ভবিষ্যতে ইবতেদায়ী ৫ ম শ্রেণী খোলা, অনাবাসিক মহিলা শাখা ও আবাসিক ব্যবস্থাপনায় হিফজ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, প্রবাসী জুবায়ের চৌধুরী সিলেট জেলার ওসমানী নগর উপজেলার কৃতি সন্তান,যুক্তরাষ্ট্রে একজন বাঙ্গালী কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজহিতৈষী পরোপকারী মানুষ।জাবেদ আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার কৃতি সন্তান,তরুণ সমাজসেবক ও নিউইয়র্কের একজন ব্যবসায়ী।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More