যুক্তরাষ্ট্রে নারী উদ্যোক্তার সম্মাননা পেলেন বাংলাদেশি মারুফা
বিদেশবার্তা২৪ ডেস্ক:
নারীদের অগ্রগতি ও উন্নতিতে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করার স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রে সম্মাননা পেলেন মারুফা হক মৌলি নামের এক বাংলাদেশি। তবে ইতোমধ্যে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে আলোকিত করেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে সম্মানজনক পুরস্কার ‘সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’ ভূষিত হয়েছেন মৌলি। সম্প্রতি বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব লস অ্যাঞ্জেলেস আয়োজিত আনন্দমেলা অনুষ্ঠানের শেষ দিনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অবদান রাখা সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জমকালো সেই অনুষ্ঠানে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে মৌলির হাতে পুরস্কার তুলে দেন মার্কিন কংগ্রেস ওমেন জোডি চ্যু।
মৌলি বলেন, ‘পুরস্কার সব সময়ই দায়িত্ব এবং কর্তব্যকে বাড়িয়ে দেয়। সার্টিফিকেট অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। আমি খুবই গর্বিত যে, লস অ্যাঞ্জেলেস কংগ্রেস ওমেন আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছেন।’
এই আয়োজনে একঝাঁক দেশি এবং প্রবাসী বাংলাদেশি শিল্পীরা নাচে-গানে দর্শকদের মাতিয়ে তোলেন। বাংলাদেশি তারকা শিল্পীদের মধ্যে মোশাররফ করিম, কাবিলা, সাজু খাদেম, এস আই টুটুলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More